হিটলার কি আসলেই ক্রিকেটারদের হত্যা করেছিলেন? Adolf Hitler Myths | Explained by Enayet Chowdhury

আপনি যদি গত ১০০ বছরের ইতিহাসে সবচেয়ে আলোচিত এবং সেলিব্রেটি রাষ্ট্রনায়কের কথা চিন্তা করেন, তাহলে কিন্তু কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রীর নাম উঠে আসবে না। বরং উঠে আসবে এমন সব একনায়কের কথা, যারা তাদের রাষ্ট্রের উপরে শোষন চালিয়েছিলো! এর মধ্যেও আপনারা আলাদা করে একজন মানুষের নাম শুনবেন, যার গোঁফ দুনিয়াজুড়ে টুথব্রাশ গোঁফ নামে পরিচিত এবং যিনি হাত উঁচু করে নিজের বগল প্রদর্শনপূর্বক অদ্ভুত স্যালুট দিয়ে দুনিয়াকে শো অফ করা শিখিয়েছিলেন, তিনি আর কেউ নন, প্লিজ ওয়েলকাম মিস্টার অ্যাডলফ হিটলার!👏👏



এইযে দেখেন। রবার্ট ব্রুসরে যে ফলো করেন, অধ্যবসায়ের এই উদাহরণ দেখেন। আজকে থেকে অধ্যবসায়ের উদাহরণ হিসেবে আমি আর রবার্ট ব্রুসের নাম জীবনেও নিবো না, আমি শুধু একজনেরই নাম নিবো। তার নাম হচ্ছে “NEWB”!

আমি প্রতিজ্ঞা করে রাখছিলাম যে হিটলারকে নিয়ে আর্টিকেল না লিখা আমি বিয়ে করবো না, আর আজকে সেই লেখার দিন।

এখন গল্পটা কী ছিল? একটা টেস্ট ম্যাচ হইতেছিল, হিটলার ওই টেস্ট ম্যাচটা দেখছেন। পাঁচদিন খেলা হইছে, খেলা হওয়ার পরে বলছে ওরা যে ম্যাচটা ড্র হইছে। এখন হিটলার রাইগা গেছেন যে পাঁচদিন ধইরা সময় নষ্ট কইরা তোমরা খেলছো, আর এরপরে রেজাল্ট হইলো ড্র! এই খেলা আমার দেশে দরকার নাই। তারপর উনার দেশের টেস্ট ক্রিকেটারদেরকে উনি গুলি কইরা হত্যা কইরা ফেলছেন এবং জার্মানিতে ক্রিকেট খেলা নিষিদ্ধ করে দিছেন, এই হচ্ছে গল্পটা। কিন্তু এই গল্পের সত্য কোনো দলিল আমি নিজে খুঁইজা পাই নাই এবং অনেক ঘাটাঘাটি করার পরে আমি বিভিন্ন আর্টিকেলের মধ্যেও খুঁইজা পাই নাই।

জার্মানিতে ক্রিকেট সম্পর্কে দুইটা খুবই গুরুত্বপূর্ণ বই আছে, এর একটা হচ্ছে Dan Waddell এর Field of Shadows আর দ্বিতীয়টা হচ্ছে BBC World Affairs এর ব্রডকাস্টার John Simpson এর লেখা Unreliable Sources. এইটা নিয়া pavilion.com এর একটা লেখা আমি আর্টিকেলের একদম শেষে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ওইটাও পড়তে পারেন।

যেই উপাধিতে অলরেডি লিটন দাস ভূষিত হইছেন। যদিও নাজমুল হোসেন শান্ত কিন্তু প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৬৩ রান করার মাধ্যমে সেই উপাধি বর্জন করার ঘোষণা দিছিলেন।

কিন্তু পরবর্তী টেস্টগুলাতে আবারও ডাক মারার মাধ্যমে তিনি তার আগের পজিশনে ফেরত আসেন।

হিটলারের একজন খুবই কাছের লোক, গুণগ্রাহী Oliver Locker-Lampson একটা বই প্রকাশ করেন, বইটার নাম হচ্ছে “Adolf Hitler As I Know Him” এবং এই বইটাতেই ক্রিকেট সম্পর্কিত এই তথ্যগুলা উঠে আসে। জার্মানিতে কিন্তু এখন আর ক্রিকেট খেলা নিষিদ্ধ না। ১৯৯৯ সাল থেকে ওরা ICC এর Associate Member হিসেবে তালিকাভুক্ত হইছে। ২০১৯ সালের মে মাসে ওরা ওদের প্রথম T20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে বেলজিয়ামের সাথে, যেখানে ওরা বেলজিয়ামকে ৯ রানে হারাইছিল।

কিন্তু তখন ফ্রান্সের প্রাইম মিনিস্টার ছিল Georges Clemenceau, তিনি বলছেন ভাই আপনার তো জার্মানির সাথে বর্ডার নাই। আমি ফ্রান্স, আমার বর্ডার আছে, আমি জানি আমার কী ক্ষতি হইছে। সো, জার্মানির যে শাস্তি পাওয়ার, তাকে ওইটা পাইতেই হবে।

আপনারা যারা Keynesian Economics সম্পর্কে জানেন, খুবই বড় একজন অর্থনীতিবিদ John Maynard Keynes,

উনি এই ভারসাই চুক্তিটাকে একটা Carthaginian peace ত্রুটি বলছেন। এইটার মানে হইতেছে এই চুক্তিটা আসলে মিস গাইডেড, অর্থাৎ এইটা অন্যায্য জিনিস হইছে জার্মানির উপরে। এইরকম harsh জিনিস জার্মানির উপরে চাপায় দেওয়া উচিত হয় নাই।

এই কারণে ভার্সাই চুক্তিকে নাৎসিপার্টির উত্থানের অনেক বড় একটা কারণ হিসেবে বিবেচনা করা হয়। তবে এই ব্যাপারে অনেক বিতর্ক আছে যে জার্মানিতে নাৎসিবাদের উত্থানের পিছনে আসলে কি ভারসাই চুক্তির অবদান ছিল নাকি জার্মান জাতির শ্রেষ্ঠত্ববাদের অনেক বেশি অবদান ছিল। যাই হোক আমি অনেক বেশি কঠিন কথা বলবো না।


আপনাদের অনেকেরই একটা ভুল ধারণা হয়তো থাকতে পারে যে নাৎসি পার্টি বুঝি সারাজীবনই জার্মানিতে অনেক বেশি জনপ্রিয় ছিল, কিন্তু ব্যাপারটা এরকম না। ১৯৩২ সালে কিন্তু জার্মানিতে একটা ইলেকশন হয় এবং ওই ইলেকশনে কিন্তু হিটলার মানে ওর নাৎসি পার্টি সংখ্যাগরিষ্ঠতা পায় নাই!

এবং উনি হিটলারকে জার্মান চ্যান্সেলার হিসেবে নিয়োগ দেন যেটা বেশ ক্ষমতাধর একটা পদ। আপনারা তো সবাই জানেন যে ১৯২৯ থেকে পুরা ইউরোপ জুড়ে গ্রেট ডিপ্রেশন বা মহামন্দার একটা প্রভাব ছিলো, এবং হিটলার ওইটাকেই কাজে লাগাইছেন জার্মান জাতিকে ফুসিয়ে তোলার ক্ষেত্রে!


বেসিক্যালি আপনি যদি আঁতেলদেরকে বাদ দেন, আইফোনের শুধুমাত্র এক টাইপেরই ইউজার আছে সেইটা হচ্ছে, “আইফোনের ক্যামেরা সেই” টাইপ!

আমি এইটা নিয়া কোনো কমেন্ট করবো না। আপনি তো বাপের হোটেলে থাকেন, আপনি বুঝবেন ক্যামনে ওদের কী কষ্ট হয়! ওনাদের কদমফুল রোগ হইলে হবে, কিছুদিন পরে বাংলাদেশের মেডিকেল অক্সিজেনের ডিমান্ড ইন্ডিয়ার মতোন পরিস্থিতিতে গেলে যাবে! তাতে আপনার কী?
আপনি তো ওদের ইমোশনটাকে দেখলেন না। তারা বাড়ি যাইতেছে। ওদের জায়গায় আপনি থাকলে দেখতাম কী করতেন!

আমার রিএকশন: ValO😐

আপনি শাকিব খানকে নিয়ে মিম বানাইতেছেন!! আপনি জানেন এইটা কত বড় রিস্কের একটা কাজ?? আগে নিজে শাকিব খানের মতো হয়া দেখান, তারপরে দেখবো কথা বলতে আসবেন কীভাবে।

না আলীবাবার জ্যাক মা, ইলন মাস্করে পঁচাইছিলো না? আমার তো মনে হয় একদম কারেক্টলি এইটা ঠিক আছে! বাংলাদেশে মঙ্গল গ্রহ ফালায়া সে গেছে স্পেসের মঙ্গল গ্রহ নিয়া রিসার্চ করতে! ধ্যাত ব্যাটা!!

এখন হ্যান্ডেলবার গোঁফের একটা সমস্যা হচ্ছে আপনি যখন মাস্ক পড়েন, গ্যাস মাস্ক তখন ওই গোঁফটা মাস্কের মধ্যে একদম ভালোভাবে এঁটে থাকতে সমস্যা করে।

আর গ্যাস মাস্কের মধ্যে আপনি তো বুঝেনই, গ্যাস যদি কোনোভাবে মাস্কের ভিতরে ঢুকে, এই গোঁফের কারণে কিন্তু তার মৃত্যু হইতে পারে! এই কারণে হিটলার যেটা করছেন দুই পাশ থেকে গোঁফটাকে হচ্ছে একটু কেঁটে দিছেন এবং তারপর এইটা একটা টুথব্রাশ গোঁফ হইছে। এই গোঁফটা এর আগে চার্লি চ্যাপলিন কিংবা অলিভার হার্ডির মতোন কমেডিয়ানরা অনেক বেশি জনপ্রিয় করছিলেন, তাদের একটা ক্যারেক্টারিস্টিক স্টাইল ছিলো এইটা। কিন্তু যখন থেকে হিটলার এটাকে এডপ্ট করছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু এই ধরণের গোঁফ রাখা অনেকটা আনফ্যাশনেবল হয়ে গেছে কারণ এই গোঁফটার এসোসিয়েশন ছিলো হিটলারের সাথে, হিটলার এই গোঁফটা রাখতেন!


এখন কেন করছিলো? কারণ তার জামাই Bernhard Förster, উনি হিটলারের অনেক বড় একজন সমর্থক ছিলেন, ওইগুলাকে উনি নাৎসি উদ্দ্যেশ্যে ব্যবহার করছিলেন ভুলভাবে।


যেকোনো কিছু হইতে পারে উনার ক্ষেত্রে। আপনি লেগ রিভিল করার কথা বাদ দেন। আপনি NEWB এর ফেইস দেখতে চান। ওর ফেইসের এখনো মুসলমানিই করানো হয় নাই। আই মিন ওর ফেইসের ফেইস রিভিল হয় নাই!😂 হইলেও এটলিস্ট আমি খুঁইজা পাই নাই। সো আপনার উচিত প্রথমে ওদেরকে ধরা।

আমি এই ঘটনায় পুরাপুরিভাবে আশাহত।

যদি আপনারা চান আমি কোনো টিকটক একাউন্ট না খুলি তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।

আপনারা অবশ্যই এই চ্যানেলটা ঘুরে আসবেন, এন্ড যদি ভালো লাগে তাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
পুরা ভিডিও দেখেন ইউটিউবে!
For Gaining more knowledge on this topic:-
• Pavilion Article(জার্মানে ক্রিকেট নিষিদ্ধ করেনি হিটলার, বরং খেলেছেন!)
• জার্মানিতে নাৎসি ভাবনাকে কি উসকে দেয়া হচ্ছে?
• Did Adolf Hitler have the German cricket team killed?
• Hitler had once played cricket: Book
• How did Hitler rise to power? – Alex Gendler and Anthony Hazard
• নাৎসিবাদ কি আবার ফিরে আসছে ? আধুনিকতার অবয়বে
• Germany national cricket team
• The story of Hitler & the German Cricket Team
• Fascism