পেগাসাসের ভয়ংকর কাহিনী ও ভারতে মিডিয়া রেগুলেশান | Pegasus Spyware | New IT Rule India 2021 Explained
ঘটনা হচ্ছে ফ্রান্সভিত্তিক একটি অলাভজনক অনুসন্ধানী প্রতিষ্ঠান Forbidden Stories এর কাছে ৫০,০০০টিরও বেশি ফোন নাম্বার লিক করা হয়।

এবং বিখ্যাত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাইবার সিকিউরিটি দল এর অর্ধেকেরও বেশি ফোনের উপরে ফরেনসিক এনালাইসিস চালায়।

এই এনালাইসিস এ বেশ আশ্চর্যজনক একটি ঘটনা উঠে আসে। দেখা যায় ফোনগুলোতে একটি ভয়ঙ্কর স্পাইওয়্যার ইন্সটল করা আছে। যা তার উন্নত ফর্ম এ কোন ধরনের ক্লিক ছাড়াই বাইরে থেকে আপনার এন্ড্রয়েড বা আইফোনে ইন্সটল করে দেয়া সম্ভব এবং এর মাধ্যমে আপনার ফোনের চ্যাট হিস্ট্রি, ছবি, ভিডিও, এমনকি আপনি এই মুহূর্তে কোথায় আছেন বা আপনার জিও লোকেশন তা ট্র্যাক করে বলে দেয়া সম্ভব। কিন্তু আপনি কোনো কিছু টেরই পাবেন না! স্পাইওয়ারটির নাম পেগাসাস যা ইজরায়েলের একটি সংস্থা Niv, Shalev and Omri সংক্ষেপে NSO Group Technologies এর দ্বারা বানানো।

এবং অনুসন্ধানী প্রকল্পটির নাম “The Pegasus Project“। এই প্রজেক্টে মূল দুইটি প্রতিষ্ঠানের সাথে ১৭টি গণমাধ্যমও কাজ করেছে। যার মধ্যে যুক্তরাজ্যের The Guardian, ভারতের The Wire এবং যুক্তরাষ্ট্রের The Washington Post এবং Frontline উল্লেখযোগ্য। লিক করা ডেটা অনুযায়ী, কমপক্ষে ১০টি দেশের সরকার অবৈধভাবে এই স্পাইওয়্যারটি ব্যবহার করেছে। দেশ গুলি হল আজারবাইজান, বাহরাইন, কাজাখস্তান, মেক্সিকো, মরক্কো, উগান্ডা, সৌদি আরব, হাঙ্গেরি, ভারত এবং সংযুক্ত আরব আমিরাত যেই দেশটার নাম ইদানিং যে কোন আকামিলা কাজের মধ্যে উঠে আসতেছে! সব মিলিয়ে পেগাসাস স্পাইওয়্যারটি আসলে কিভাবে কাজ করে। আইফোন এর এত গর্ব ভরা সিকিউরিটির ভেতরেও আই মেসেজের মধ্যে কিভাবে পেগাসাস ইন্সটল করে দেয়া সম্ভব হলো।
বাংলাদেশের ব্যাপারে পেগাসাস প্রজেক্ট এর ভিতরে আসলে কী বলা আছে এবং ভারতের নতুন যে আইটি রুল এসেছে সেখানে ওটিটি প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে রেগুলেট করার জন্য নতুন কী কী জিনিস আনা হইছে। এই পুরো ব্যাপারটি আমি আজকের ভিডিওতে ব্যাখ্যা করবো। তো চলুন শুরু করা যাক।


































Research Affiliates:
Labid Rahat: https://www.youtube.com/channel/UCTio…
Alif Arshad: https://www.facebook.com/alif.arshad.b
For Gaining more knowledge on this topic:-
• Pegasus- Product Description
• Transparency and Responsibilities report 2021
• What is Pegasus and how can it target Indians?
• Tracking NSO Group’s Pegasus Spyware to Operations in 45 Countries
• Forensic Methodology Report: How to catch NSO Group’s Pegasus
• Revealed: leak uncovers global abuse of cyber-surveillance weapon
• The Pegasus Project । Forbidden Stories
• About The Pegasus Project । Forbidden Stories
• Washington Post: Takeaways from the Pegasus Project
• Pegasus spyware allegations leave Indian democracy hanging by a thread
• Pegasus Project: 136 Names Revealed By The Wire On Snoop List So Far
• Private spy software sold by NSO Group found on cellphones worldwide
• Information Technology Act, 2000
• THE PERSONAL DATA PROTECTION BILL, 2019
• What different countries are doing to regulate content on OTT Platforms
• Pegasus spyware: What is it and how does it work?
• Demonstrations and inquiries: the global impact of the Pegasus project